Logo Logo

নিয়োগে অনিয়ম ও জাল সনদের অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান


Splash Image

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম এবং জাল সনদ ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বিজ্ঞাপন


রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে রংপুর দুদকের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি তদন্ত দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে। অভিযানের শুরুতে দুদক কর্মকর্তারা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তারা রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক করেন এবং এরপর প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে তল্লাশি চালান।

অভিযান চলাকালে নিয়োগসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করে দুদক। এসব কাগজপত্র পর্যালোচনা করে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

দুদক সূত্র জানায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে হওয়া কয়েকটি নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতেই কমিশনের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শাওন মিয়া বলেন, জাল সনদের অভিযোগে একজনকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে—এমন তথ্য আমরা পেয়েছি। অভিযানের সময় প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয়েছে। যাচাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

তিনি আরও জানান, তদন্তে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...