বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার মুহূর্তে আদালতের এই স্থগিতাদেশের খবর পৌঁছাল উত্তর-পূর্বাঞ্চলের এই শীর্ষ বিদ্যাপীঠে।
আদালত সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের একটি নির্দেশনাকে কেন্দ্র করে এই রিটটি দায়ের করা হয়। রিটে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন দেশের সকল ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। এমতাবস্থায় শাকসু নির্বাচন আয়োজন করা আইনসংগত নয়। আদালত শুনানি শেষে শাকসু ও হল সংসদ নির্বাচনের ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ প্রদান করেন।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর শাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। তবে আদালতের এই আদেশের ফলে আপাতত নির্বাচন প্রক্রিয়া থমকে গেল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...