বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
সভায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্জনকে শুধু টাকার অঙ্ক দিয়ে মূল্যায়ন করা যায় না। এটি আর্থিক প্রাপ্তির চেয়েও অনেক বেশি সম্মানের ও মর্যাদার। এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে। ফেলোশিপপ্রাপ্ত এই ৩২ শিক্ষার্থী ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করার লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা আগামীতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি এবং ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...