Logo Logo

রাজবাড়ীতে ৫ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


Splash Image

রাজবাড়ীতে আনুমানিক ১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যমানের ৫ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদসহ মোছা: শিরিন শান্তি (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।


বিজ্ঞাপন


গ্রেফতার শিরিন শান্তি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহেরমাদী মধ্যপাড়ার মো. আশরাফুলের স্ত্রী।

র‌্যাব সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী শহরের রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদকসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা, বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী রেলস্টেশনসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এ জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...