Logo Logo

গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নামাজ আদায়ের সুবিধার্থে নবনির্মিতব্য পাঞ্জেগানা মসজিদের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পেছনে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) সার্বিক সহায়তায় এই মসজিদটি নির্মিত হচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মসজিদে নারী ও পুরুষ মুসল্লিদের জন্য পৃথক ওযু ও নামাজের সুব্যবস্থা থাকবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রকিবুল কবির।

এছাড়াও বিভিন্ন অনুষদের ডিনদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মো. কামরুজ্জামান, ড. জিলহাস আহমেদ জুয়েল, ড. মো. সোলাইমান হোসাইন, ড. মো. শরাফত আলী, ড. মাহবুব হাসান ও ড. দিপ্ংকর কুমার। অনুষ্ঠানে আরও অংশ নেন রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ, রিসার্চ সেন্টারের পরিচালক ড. শামসুল আরেফিন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

নির্মাণ কাজের উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তাঁর বক্তব্যে মসজিদ নির্মাণে সহযোগিতার জন্য জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই মসজিদ নির্মাণের ফলে ক্যাম্পাসের ধর্মীয় পরিবেশ আরও সুসংহত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...