বিজ্ঞাপন
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার ফিতা কেটে এই বিশেষ প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এই ‘ভোটের রিকশা’ পর্যায়ক্রমে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার ৪২টি ইউনিয়নে যাতায়াত করবে। এর মাধ্যমে সাধারণ ভোটারদের নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতন করা এবং ভোটকেন্দ্রে উপস্থিত হতে উৎসাহিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান এবং জেলা সমবায় অফিসার সেলিনা পারভীন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও এই সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় নির্বাচনের বার্তা পৌঁছে দিতেই এই রিকশা র্যালির আয়োজন। মাইকিং এবং লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব বোঝানোই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।
নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের এমন সৃজনশীল উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...