Logo Logo

গণ বিশ্ববিদ্যালয়ে স্বরস্বতী পূজা উদযাপন


Splash Image

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে "বাণী অর্চনা" সংঘের উদ্যোগে স্বরস্বতী পূজা উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন বাস্কেটবল কোর্টে পূজার শুরু হয়ে সাংস্কৃতিক পর্বের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।

পূজা উপলক্ষে মণ্ডপ তৈরি, সাজসজ্জা, দাওয়াত কার্ড বিতরণ ও আলপনা অংকন সহ নানা আয়োজনে ব্যস্ত সময় পার করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। তাদের আয়োজনে ক্যাম্পাস বিরাজমান ছিল আনন্দঘন পরিবেশ।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এস. মৃদুল কান্তি সাহা বলেন, ‘আমরা সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করি স্বরস্বতী হলো বিদ্যা-বুদ্ধি,জ্ঞান ও সাংস্কৃতির দেবী। দেবীর পূজা অর্চনার মাধ্যমে আমাদের প্রার্থনা থাকে যেনো আমাদের বিদ্যা-বুদ্ধি ও সৃজনশীলতা বৃদ্ধি পায়। শ্রী পঞ্চম তিথীতে এ পূজা উদযাপন করা হয়।’

বাণী অর্চনা সংঘের সাধারণ সম্পাদক অরিন সাহা বলেন, ‘আমরা সুশৃঙ্খলভাবে সরস্বতী পূজা উদযাপন করেছি। সরস্বতী দেবী সকল অন্ধকার দূরীভূত করে বিদ্যা ও জ্ঞানের আলোয় পৃথিবীকে পুণ্যের পথে আলোকিত করতে আবির্ভূত হয়েছেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০২৫ সালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রথমরারের মতো স্বরস্বতী পূজা উদযাপন করা হয়। তার ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে স্বরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...