বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে র্যাব-১৪-এর একটি চৌকস দল বকশীগঞ্জ থেকে নন্দিবাজারগামী সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি চালালে ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল পাওয়া যায়।
প্রাথমিক তথ্যানুযায়ী, জব্দকৃত ট্রাকটিতে আনুমানিক ১,৩০১ বোতল মদ ছিল। বর্তমান বাজারমূল্য বিবেচনায় এই মদের দাম প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযান শেষে ট্রাকটিসহ যাবতীয় মাদকদ্রব্য র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হলেও তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তাদের নাম, পরিচয় বা বয়স প্রকাশ করেনি সংস্থাটি। র্যাব-১৪-এর পক্ষ থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রেস বিজ্ঞপ্তি বা ব্রিফিং দেওয়া হয়নি।
র্যাব সূত্র জানিয়েছে, আটকদের বিস্তারিত পরিচয় এবং মাদকের উৎস সম্পর্কে নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদ চলছে। শীঘ্রই আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমকে জানানো হবে। সীমান্ত এলাকা দিয়ে এই মাদকের বড় চালানটি দেশের কোনো বড় শহরে নেওয়ার পরিকল্পনা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...