Logo Logo

বাকেরগঞ্জে ডিজিএম ও ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ


Splash Image

বরিশালের বাকেরগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোবিন্দ চন্দ্র দাস ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


এ ঘটনায় ভুক্তভোগী লোকমান সিকদার বরিশালের আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে বলা হয়, বোয়ালিয়া বাজারের দেশ টেলিকম নামের একটি বিকাশ ব্যবসা পরিচালনার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে গ্রাহকদের বিদ্যুৎ বিল সংগ্রহ করে স্থানীয় ব্যাংক বুথে জমা দিতেন। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ৪০ লাখ টাকা জমা দিলেও ব্যাংকের হিসাবে পাওয়া যায় মাত্র ২৮ লাখ টাকা। বাকি ১৩ লাখ টাকার কোনো হিসাব নেই।

বিষয়টি জানার পরও সংশ্লিষ্ট কর্মকর্তারা দায় এড়িয়ে চলেন এবং ভুক্তভোগীর ওপর চাপ সৃষ্টি করেন। ফলে তিনি জমি বিক্রি করে প্রায় ১২ লাখ টাকা পরিশোধ করতে বাধ্য হন। বর্তমানে মামলাটি আদালতের নির্দেশে তদন্তাধীন রয়েছে। ভুক্তভোগী নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

-মোঃ জাহিদুল ইসলাম (বাকেরগঞ্জ) বরিশাল সংবাদদাতা

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...