Logo Logo

সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার


Splash Image

ছবি: সংগৃহীত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে দেশের সমুদ্রনীতি ও নিরাপত্তা জোরদারে একটি পূর্ণাঙ্গ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


বিজ্ঞাপন


তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বঙ্গোপসাগর বিশাল সম্ভাবনার উৎস। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সুনির্ভর ও হালনাগাদ হাইড্রোগ্রাফিক তথ্য অপরিহার্য।

‘সিবেড ম্যাপিং: এনাবলিং ওশান অ্যাকশন’ প্রতিপাদ্যে শনিবার (২১ জুন) দিবসটি উদযাপন উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “সমুদ্র তলদেশের নির্ভুল মানচিত্রায়নের মাধ্যমে টেকসই সমুদ্রনীতি প্রণয়ন সময়ের দাবি। বাংলাদেশের নৌসীমা ও মহীসোপান নির্ধারণে জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী হাইড্রোগ্রাফিক জরিপের অবদান অপরিসীম।”

তিনি আরও বলেন, “নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগ শুধু সামরিক নিরাপত্তা নয়, বরং সমুদ্র বন্দর উন্নয়ন, মৎস্য সম্পদ রক্ষা, তেল ও গ্যাস অনুসন্ধান, এমনকি উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য একটি সমন্বিত ও নির্ভরযোগ্য সামুদ্রিক তথ্যভাণ্ডার গড়ে তোলা এখন সময়ের চাহিদা।”

বাংলাদেশ নৌবাহিনী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, দেশের হাইড্রোগ্রাফিক সক্ষমতা বৃদ্ধি করে আমরা অচিরেই একটি উৎপাদনমুখী এবং আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...