Logo Logo

উত্তেজনা প্রশমনে কাতারের ভূমিকায় কৃতজ্ঞতা জানাল ইরান


Splash Image

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে সহায়ক ভূমিকা রাখায় কাতারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইরান। মঙ্গলবার এক টেলিফোন সংলাপে কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলআজিজ আল-খুলাইফিকে এই কৃতজ্ঞতা জানান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি।


বিজ্ঞাপন


ইরানের সংবাদমাধ্যম ‘ইয়াং জার্নালিস্ট ক্লাব’-এর বরাতে জানা গেছে, টেলিফোন আলাপের সময় মাজিদ তাখত-রাভাঞ্চি কাতারের ‘‘গঠনমূলক ও সহায়ক’’ ভূমিকার প্রশংসা করে বলেন, উত্তেজনা কমাতে কাতারের ভূমিকা প্রশংসনীয়। তিনি আরও বলেন, পারস্পরিক সর্বোচ্চ স্বার্থ এবং ভালো প্রতিবেশীসুলভ সম্পর্কের ভিত্তিতে ইরান দুই দেশের সম্পর্ককে আরও জোরদার ও বিস্তৃত করতে আগ্রহী।

কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটি ঘিরে যখন নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, তখন এমন বক্তব্য দিলেন ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী। কারণ, সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে সোমবার রাতে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এই হামলার পরপরই কাতার তীব্র প্রতিক্রিয়া জানায় এবং দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে। তবে পরবর্তী সময়ে ইরানের পক্ষ থেকে শান্তিপূর্ণ উদ্যোগে কাতারের কূটনৈতিক ভূমিকা স্বীকৃতি পায়।

এদিকে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে পর্যবেক্ষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এমন সংলাপ ও সমন্বয় বর্তমান সংকট নিরসনে বড় ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...