Logo Logo

ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৮


Splash Image

যশোরের শার্শায় দ্রুতগতির ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম হোসেন (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। তানজিম শার্শার লক্ষণপুর ইউনিয়নের বড় মান্দারতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে।


বিজ্ঞাপন


এ ঘটনায় ইজিবাইক চালকসহ আরও অন্তত সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক ও ইজিবাইক পুলিশ হেফাজতে নিয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে, শার্শা-কাশিপুর সড়কের গোপীনাথপুর-বটতলার কাশিপুর এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় শিকারপুর গ্রামের আজগর আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৬০) ইজিবাইকে করে ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের মিশ্রি দেয়াড়া এলাকায় তার মেয়ে জামাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন স্বজন পারভীনা খাতুন (৩৫), সাথী (২০), খাইরুন্নেসা (৫০), মেহেরুল্লাহ (২৪), ইজিবাইক চালক নুরুজ্জামান (৪০) এবং শিথিলা বেগম (৫০)।

পথিমধ্যে গোপীনাথপুর-বটতলা কাশিপুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৯৫৫৬) এর সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক ও ট্রাক দুটিই দুমড়ে-মুচড়ে যায়। ইজিবাইকে থাকা সব যাত্রী কমবেশি আহত হলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নাভারণ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তানজিম হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে ইজিবাইক চালক নুরুজ্জামান ও যাত্রী শিথিলা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও ইজিবাইক জব্দ করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানবাহন দুটি জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করতে অভিযান চলছে।

প্রতিবেদক-জাকির হুসাইন

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...