ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের অনিশ্চয়তা তৈরি হয়েছে দুই দেশের রাজনৈতিক অস্থিরতা ও বর্তমান পরিস্থিতির কারণে। চলতি আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় দলের। তবে ভারত সরকার এই সফরের অনুমতি দেয়নি বলে জানিয়েছে বিবিসি বাংলা। ফলে সিরিজটি স্থগিত হওয়ার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। যদিও এখনো এ নিয়ে বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে দিল্লির শীর্ষ সরকারি সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ সফরের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি।
এদিকে, ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের মিডিয়া স্বত্ব বিক্রির কার্যক্রম আপাতত স্থগিত করেছে। টেন্ডার প্রক্রিয়া অনুযায়ী, ৭ জুলাই টেকনিক্যাল নিলাম এবং ১০ জুলাই ফাইনান্সিয়াল নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিসিবি মনে করছে, ভারত সিরিজ যেকোনো ক্রিকেট বোর্ডের জন্য বড় অর্থ আয়ের সুযোগ। ফলে সিরিজটি আপাতত না হলেও ভবিষ্যতে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজনের আশা রাখছে তারা।
বিসিবির একজন কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘ভারত সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। বিসিসিআই আমাদের জানিয়েছে, আগস্টে সফর কঠিন হবে। এই সিরিজ আইসিসির এফটিপির অংশ। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।’ পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই সিরিজ হওয়ার কথা ছিল।
মিডিয়া স্বত্ব নিয়েও সাবধানতা অবলম্বন করছে বিসিবি। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা এখন বাজার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন এবং তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। তিনি আরও বলেন, 'আমরা আলাদাভাবে সিরিজভিত্তিক চুক্তি করার দিকেই ঝুঁকছি।’ ভারতীয় একটি সম্প্রচার প্রতিষ্ঠান ক্রিকবাজকে জানিয়েছে, বিসিবি আপাতত ভারত সিরিজের মিডিয়া স্বত্বের টেন্ডার আহ্বান করছে না। তাই আপাতত তারা পাকিস্তান সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, বিসিবি দুই বছরের জন্য মিডিয়া স্বত্ব বিক্রির পরিকল্পনা করেছিল, যা জুলাই ২০২৫ থেকে জুন ২০২৭ সাল পর্যন্ত কার্যকর হওয়ার কথা ছিল। তবে ভারত সিরিজ স্থগিত হওয়ায় দীর্ঘমেয়াদি নিলামের সম্ভাবনা কমে গেছে। ফলে আপাতত পাকিস্তান সিরিজ নিয়েই এগোচ্ছে বিসিবি। আগামী ১৭ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।