Logo Logo
বাংলাদেশ

শার্শার বাগআঁচড়ায় শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ৩১ পরিবারকে মরণোত্তর ভাতা প্রদান


Splash Image

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ৩১ জন মৃত মোটরশ্রমিকের পরিবারের হাতে মরণোত্তর ভাতা প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৬ জুলাই) দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সুধী সমাবেশ ও ভাতা প্রদানের অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী রুহুল আমিন টুটুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রার্থী শহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার ডিস্ট্রিক্ট বাস সিন্ডিকেট যশোর অঞ্চলের সহসভাপতি এবিএম শামসুল আলম কাজল। তিনি বলেন,

“দীর্ঘদিন ধরে নিহত শ্রমিকদের পরিবার কোনো ভাতা পেত না। এই বিষয়টি জানার পরই মানবিক উদ্যোগ হিসেবে মরণোত্তর ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। আগামী নির্বাচনে টুটুল-সহিদুল পরিষদ বিজয়ী হলে ভবিষ্যতে কোনো শ্রমিক মারা গেলে জানাজার আগে ভাতা পৌঁছে দেওয়া হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন,

“আজকের আয়োজন শ্রমিকদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক। আমরা চাই, ভবিষ্যতেও শ্রমিকদের জন্য মানবিক উদ্যোগ অব্যাহত থাকুক।”

এছাড়া উপস্থিত ছিলেন—শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, কায়বা ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মৃত শ্রমিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। শ্রমিক নেতারা এ উদ্যোগকে মানবিক ও দায়বদ্ধতার অনন্য উদাহরণ বলে উল্লেখ করেন।

-আঃজলিল, স্টাফ রিপোর্টার, যশোর

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ