Logo Logo

‘বিপিএল ক্রিকেট উন্নয়নে কোনো কাজে আসে না’- বুলবুল


Splash Image

ছবি: সংগৃহীত।।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল আয়োজন নিয়ে তৎপর হলেও এনসিএল নিয়ে ততটা আগ্রহ দেখা যাচ্ছে না। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, ক্রিকেট উন্নয়নে এনসিএলের গুরুত্ব অনুধাবন করে কিছু নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


বিপিএল আয়োজন নিয়ে বেশ তোড়জোড় চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নানা পরিকল্পনা ও প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে কয়েক দফা মিটিংও অনুষ্ঠিত হয়েছে। তবে বিপরীতে দেশের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির টুর্নামেন্ট—ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজন নিয়ে সেই অর্থে ততটা আলোচনাই হচ্ছে না। অথচ এনসিএলকে ঘিরেই দেশের ক্রিকেটারদের টেস্ট উপযোগী করে গড়ে তোলার প্রাথমিক ভিত্তি তৈরি হয়।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে উপস্থাপক তাকে প্রশ্ন করেন, এনসিএল আয়োজন নিয়ে কেন বিসিবির তেমন কোনো আলোচনাই দেখা যাচ্ছে না। উত্তরে বুলবুল বলেন, ‘একটা প্রেস কনফারেন্স করলাম কিছুদিন আগে। সেখানে ৬০ ভাগ প্রশ্নই ছিল বিপিএল নিয়ে। তো আমি তখন সাংবাদিক ভাইদের জিজ্ঞেস করলাম, বিপিএল কি এতটাই পপুলার? হ্যাঁ, এটা একটা ধুমধারাক্কা, কালারফুল খেলা হয়। কিন্তু এটা ক্রিকেট উন্নয়নের কোনো কাজে আসে না। এটা সবাই করে, আমরাও করি। এটার আসলে ইম্প্যাক্টটা কী—এটা এখনও ওইভাবে দেখতে পাইনি আমরা। তবে ব্যক্তিগতভাবে আমি অবশ্যই বিপিএল করার পক্ষে।’

তবে এনসিএল আয়োজন নিয়ে আশার কথাও শোনান বিসিবি সভাপতি। জানান, এনসিএল আরও প্রতিযোগিতামূলক করে তুলতে তারা কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যে কথাটা বললেন, এনসিএল নিয়ে আমরা চেষ্টা করছি। বিসিএলের চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে কথা হয়েছে। আমাদের যে চারটা দল থাকে, সেখান থেকে তিনটা দেশি এবং একটি আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা থেকে নেওয়ার চিন্তা আছে। সেই খেলাগুলো আমরা দিন ও রাতে আয়োজনের চেষ্টা করব। চেষ্টা করব আগামী বছর যেকোনো একটি টেস্ট ম্যাচ পিংক বলে খেলে ফেলতে পারি।’

এ বক্তব্যে বোঝাই যাচ্ছে, বিপিএল নিয়ে যতটা উচ্ছ্বাস বিসিবির ভেতরে কাজ করছে, এনসিএল নিয়ে ততটা নয়। তবে টেস্ট ক্রিকেট ও ঘরোয়া অবকাঠামো উন্নয়নের জন্য এনসিএলকে গুরুত্ব দিতে আগ্রহী বিসিবি—এমনটাও আভাস মিলেছে সভাপতির কথায়। এখন দেখার বিষয়, কথাগুলো বাস্তব রূপ পায় কি না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...