ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চেয়ারম্যান হিসেবে মাসখানেক আগে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুবুল আনাম। দায়িত্ব পাওয়ার পর থেকেই টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় ও বিস্তৃত করার চিন্তাভাবনা করছেন তিনি। বিশেষ করে ভেন্যু বাড়ানোর বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন নতুন চেয়ারম্যান। এতদিন তিনটি নির্দিষ্ট ভেন্যু—ঢাকা, চট্টগ্রাম ও সিলেটেই অনুষ্ঠিত হয়ে আসছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসর। এবার বাড়তে পারে একটি নতুন ভেন্যু।
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, রাজশাহী কিংবা বগুড়ায় আপাতত বিপিএল আয়োজন সম্ভব হচ্ছে না। চট্টগ্রামে সাংবাদিকদের তিনি জানান, এই দুটি ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের জন্য এখনও পর্যাপ্ত প্রস্তুতি নেই। তবে ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ কাঠামো চালুর লক্ষ্য। তিনি বলেন, “ওইটা (বগুড়া ও রাজশাহীতে বিপিএল) এখনই বোধহয় সম্ভব হবে না। তবে আমরা চাই এ বছর তিনটির জায়গায় চারটি ভেন্যুতে খেলা হোক। চেষ্টা করছি অন্তত একটি অতিরিক্ত মাঠে খেলা আয়োজনের।”
ফাহিম আরও যোগ করেন, “যদি সামনের বছর আরও একটা ভেন্যু যুক্ত হয় এবং ভবিষ্যতে ছয় কিংবা সাতটি দল নিজেদের নির্দিষ্ট ভেন্যু পায়, তাহলে বিপিএল একেবারেই অন্য মাত্রায় পৌঁছে যাবে।” বিসিবি চায়, ধাপে ধাপে ভেন্যু সংখ্যা বাড়িয়ে বিপিএলকে আরও পেশাদার ও জনপ্রিয় করতে। তবে সবকিছুই নির্ভর করছে মাঠ, অবকাঠামো ও প্রস্তুতির উপর।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রতিটি দলের নিজস্ব হোম ভেন্যু থাকাটা বিশ্বজুড়েই একটি জনপ্রিয় মডেল। বিসিবিও সেদিকেই এগোতে চায়। তবে বর্তমান বাস্তবতায় ধাপে ধাপে অগ্রসর হওয়ার পরিকল্পনায় রয়েছে দেশের ক্রিকেট প্রশাসন।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...