Logo Logo

বিলাইছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপন


Splash Image

মঙ্গলবার (৫ আগস্ট) সারাদেশের মত বিলাইছড়িতেও জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক।


বিজ্ঞাপন


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান প্রমূখ।

এসময় বক্তারা জুলাই গণঅভ্যত্থানে নিহত শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। সভাপতির বক্তব্যে মুহাম্মদ মামুনুল হক বলেন, জুলাই গণঅভ্যুথান দিবসে যে লক্ষ্য হওয়া উচিত, যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে চেয়েছি , ছাত্ররা যারা জীবন দিয়েছে এই বাংলাদেশে এবং এই বিলাইছড়িতে আমরা যেন পাহাড়ি -বাঙালি সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়তে পারি। যেই সমাজে কোন বৈষম্য থাকবেনা, বিদ্বেষ থাববেনা, হিংসা থাকবেনা সেই ধরনের সমাজ আমরা যদি গড়ে তুলতে পারি। এবং সেই ধরনের সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

-অসীম চাকমা, বিলাইছড়ি প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...