বিজ্ঞাপন
শুক্রবার (১৫ আগস্ট) ভোরে ঢাকা থেকে ফ্লাইটে মালয়েশিয়া পৌঁছালেও তারা দেশটিতে প্রবেশের অনুমতি পাননি। পরবর্তীতে অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষে সবাইকে ঢাকায় ফেরত পাঠানো হয়।
মালয়েশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (Immigration Department of Malaysia) শুক্রবার রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিমানবন্দরের টার্মিনাল-১ এ বিশেষ অভিযান চালায়। এ সময় মোট ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৯৮ জন বাংলাদেশি বৈধ ও প্রয়োজনীয় ডকুমেন্টস প্রদর্শনে ব্যর্থ হন। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।
সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, আটক ব্যক্তিরা ঢাকা থেকে ভোরবেলার ফ্লাইটে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, দিনের বেলার কড়াকড়ি এড়াতে তারা ভোরে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি পর্যটন ভিসায় প্রবেশ করে অবৈধভাবে কাজ ও দীর্ঘমেয়াদে থাকার পরিকল্পনা ছিল—এমন সন্দেহও প্রকাশ করা হয়েছে।
একে-পিএস (Agensi Kawalan Pintu Sempadan) জানিয়েছে, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ১২ ও ১৩ আগস্ট একই কারণে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে আরও ২০৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...