Logo Logo

অবশেষে স্থায়ী ক্যাম্পাসের অনুমোদনে অনশন ভেঙ্গেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা


Splash Image

অবশেষে অনশন ভেঙ্গেছে সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিরাজগঞ্জে বেশ কয়েক দিনের আন্দোলনের পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অনুমোদন দিয়েছেন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।


বিজ্ঞাপন


খবর পেয়ে সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষক মন্ডলী ,কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ উল্লাসে মেতে উঠেছেন।

রোববার ১৭ আগস্ট ২০২৫ দুপুর তিনটার দিকে এই প্রকল্পের অনুমোদনের খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সুমন কান্তি বড়ুয়া অনশনরত শিক্ষার্থীদের শরবত পান করানোর মাধ্যমে অনশন ভঙ্গ করান। টানা ২৭ ঘণ্টার অনশন কর্মসূচি ভাঙ্গলেন শিক্ষার্থীরা।

ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, বেলা তিনটার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটি একনেকে অনুমোদনের খবর পেয়েছি।

এরপর আমরা শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করেছি। এখন শিক্ষার্থীরা সবাই সুস্থ্য রয়েছেন।অনশন করে অসুস্থ্য হওয়ার পর হাসপাতালে যারা ভর্তি হয়ে ছিল, তাঁরাও সুস্থ্য আছে বলে জানিয়েছেন।

এদিকে ক্যাম্পাসের স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন হওয়ায় গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলেন,আমাদের আন্দোলন থেকে শুরু করে এই অনশনরে সকল খবরাখবর বিভিন্ন মিডিয়ায় প্রচার করেছেন আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ। আমাদের এই দাবি ছিল যৌক্তিক দাবি কারণ একটা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস থাকবে না সেটা কি করে হয়। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আমাদের দীর্ঘদিনের যৌক্তিক আন্দোলন সফল হয়েছে। আমরা ধন্যবাদ জানাই শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবার প্রতি যারা আমাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন, আমাদের উৎসাহ দিয়েছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি, সিরাজগঞ্জসহ দেশবাসীর আপামোর জনসাধারণের প্রতি।

-মোঃ শফিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...