বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে উপজেলার গোগা সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে সালামের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—সাধনা বিশ্বাস (৫৫), সুভাষ বিশ্বাস (৬০), পিতো বিশ্বাস (৬২), হাবিবুর রহমান (৩৩), ফাহিমা খাতুন (২২), মোমিনা বেগম (৩৫), জান্নাতুল ফেরদৌস (৩৯) ও অর্পনা বিশ্বাস (৪৩)। তারা যশোর, নড়াইল, মাদারীপুর ও ঢাকা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। এসময় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে আটজনকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদক: জাকির হোসেন, শার্শা, যশোর।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...