ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর থেকেই ক্রিকেটকে ঢাকার বাইরে ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন অঞ্চলে সফর করছেন আমিনুল ইসলাম বুলবুল। এরই ধারাবাহিকতায় রোববার (২৪ আগস্ট) দুপুরে তিনি নারায়ণগঞ্জ সদরের জেলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতির উপস্থিতি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে আমিনুল ইসলাম বুলবুল ঐতিহাসিক ফতুল্লা স্টেডিয়াম ঘুরে দেখেন। স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “একসময় এই মাঠে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতো। অথচ আজ মাঠটির করুণ অবস্থা দেখে আমার চোখে পানি চলে এসেছে।”
তিনি আরও জানান, নারায়ণগঞ্জের ক্রিকেটের ইতিহাস সমৃদ্ধ এবং এখানকার মানুষের ক্রিকেটপ্রেম তাকে অনুপ্রাণিত করেছে। বুলবুল বলেন, “খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। এখানে এসে মাত্র তিনটি উইকেট দেখলাম, কিন্তু আমাদের পরিকল্পনা অন্তত ২০টি উইকেট তৈরি করা। এখন সারা বছরই খেলা হয়, তাই মাঠ ও কোচিং সুবিধা বাড়ানো জরুরি।”
বিসিবি সভাপতি প্রতিশ্রুতি দেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নারায়ণগঞ্জে বড় ধরনের উন্নয়ন ঘটানো হবে। তিনি আশা প্রকাশ করেন, তখন আর স্থানীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ ও সুযোগের জন্য ঢাকায় যেতে হবে না। এখানেই কোচ, ইনফ্রাস্ট্রাকচার ও প্রয়োজনীয় সবকিছু পাওয়া যাবে।
ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেন, “আমার সামনে বসে আছেন আগামী দিনের তামিম, সাকিবরা। আমি চাই নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ হোক, যাতে খেলোয়াড়রা সারা বছরই অনুশীলনের মধ্যে থাকতে পারে।”
আমিনুল ইসলাম বুলবুলের এই সফর নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন আশার আলো জাগিয়েছে। স্থানীয় ক্রীড়াবিদ ও সমর্থকেরা বিশ্বাস করেন, সভাপতির পরিকল্পনা বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ আবারও দেশের ক্রিকেটের অন্যতম শক্তিশালী কেন্দ্র হয়ে উঠবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...