Logo Logo

রক্তাক্ত রাতের পরিণতি: গৃহবধূ হত্যার আসামী সাগর শেখ আটক


Splash Image

রহস্যজনক গৃহবধূ হত্যার আসামী অবশেষে র‌্যাবের জালে

রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাব-১০ এর অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যা মামলার মূল আসামী সাগর শেখ গ্রেপ্তার


বিজ্ঞাপন


রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাব-১০ এর অভিযানে গৃহবধূ হত্যা মামলার পলাতক আসামী সাগর শেখ (২০) গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃত সাগর শেখ সদর উপজেলার চর খানখানাপুর গ্রামের মান্নান শেখের ছেলে।

রবিবার (৩১ আগস্ট) ভোরে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার চরচাঁদপুর এলাকা থেকে তাকে আটক করে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূর শ্বশুর মোঃ ছালাম সরদার (৬১) থানায় মামলা দায়ের করেন। নিহতের স্বামী প্রবাসে থাকায় তিনি চর বালিয়াকান্দি এলাকায় একাই নিজ বাড়িতে বসবাস করছিলেন।

গত ১০ আগস্ট সকালে প্রতিবেশীরা ঘরে ঢুকে তার মরদেহ খাটে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। ধারণা করা হয়, ৯ আগস্ট রাত সাড়ে ৯টা থেকে ১০ আগস্ট সকাল সাড়ে ৭টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে। এসময় ঘর থেকে একটি বাটন মোবাইল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি ট্যাব চুরি হয়ে যায়।

ঘটনার পর গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা রুজু করা হয়। পরবর্তীতে র‌্যাব-১০ এর অভিযানে মূল আসামী সাগর শেখকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

-স্বপন বিশ্বাস, রাজবাড়ী

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...