Logo Logo

আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা


Splash Image

প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নেবেন। সেখানে ২৬ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন।


বিজ্ঞাপন


এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছাবেন। ২৬ সেপ্টেম্বর তিনি সাধারণ আলোচনার অধিবেশনে বক্তব্য রাখবেন। তার ভাষণে জুলাই মাসের গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র-জনতার আশা ও আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশে বিগত এক বছরে ঘটে যাওয়া সংস্কার এবং আসন্ন নির্বাচন মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ের কথা তুলে ধরবেন।

তৌহিদ হোসেন আরও বলেন, সরকারের অগ্রাধিকার হলো জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করা এবং সুষ্ঠুভাবে আসন্ন জাতীয় নির্বাচন আয়োজন করা। এই প্রেক্ষাপটে অধিবেশনে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম এবং গণতন্ত্র অভিমুখে যাত্রা বিশ্ব দরবারে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক মঞ্চে ড. ইউনূসের বক্তব্যে শান্তিরক্ষা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন ও মৌলিক পরিষেবা নিশ্চিতকরণ, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার টেকসই হস্তান্তর, এবং ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হবে।

এ বছর অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে রোহিঙ্গা ইস্যুতে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। এটি জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মত উচ্চ পর্যায়ের সভা।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের কার্যকর পরিকল্পনা আনার জন্য কক্সবাজারে প্রথমবারের মত আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী নতুন সংকট সৃষ্টির পরও বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার কারণে রোহিঙ্গা সংকটে দেশটি পিছিয়ে পড়েনি। এ ধরনের উদ্যোগই জাতিসংঘ মহাসচিবের সফর ও উচ্চ পর্যায়ের সভার আয়োজনের প্রমাণ।

এছাড়া এবারের অধিবেশনে বিশ্ব যুব কর্মসূচীর ৩০ বছর পূর্তি এবং নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক ঐতিহাসিক রেজ্যুলুশনের ২৫ বছর পূর্তি পালন করা হবে।

নিউইয়র্ক সফরকালে ড. ইউনূস জাতিসংঘ মহাসচিবের সঙ্গে স্বাগত বৈঠক, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। তবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, অনেক বৈঠকের সিদ্ধান্ত শেষ মুহূর্তে পরিবর্তন হতে পারে; সময়ের অভাবে কিছু বৈঠক বাদও যেতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...