Logo Logo

ঠাকুরগাঁওয়ে টেন্ডার নিয়ে বিতর্ক, অনিয়মের অভিযোগে ফারুক হোসেন


Splash Image

ঠাকুরগাঁওয়ে বিএডিসির টেন্ডারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কৌশলে পুনঃ দরপত্র আহ্বান করে পছন্দের ঠিকাদারের পক্ষে সুপারিশ করায় বিতর্কে জড়ালেন উপপরিচালক মো. ফারুক হোসেন।


বিজ্ঞাপন


ঠাকুরগাঁওয়ে বিএডিসি’র টেন্ডারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কৌশলে খাটিয়ে পুনঃ দরপত্র বিজ্ঞপ্তি মাধ্যমে পছন্দের ঠিকাদারের পক্ষে সুপারিশ করায় বিতর্কে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপপরিচালক মোঃ ফারুক হোসেন। তবে উপপরিচালক ফারুক হোসেনের দাবি অনিয়ম নয় কৃষককে যেন সময়মতো বীজ সরবরাহ করা যায় সেই লক্ষ্যেই পুনঃ দরপত্র বিজ্ঞপ্তি দিয়ে ঠিকাদারের পক্ষে উর্ধতনদের কাছে সুপারিশপত্র প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন উপপরিচালক (বীপ্র) এর কার্যালয় বীজ প্রক্রিয়াজাতকরণ ঠাকুরগাঁও থেকে গেল (০২ সেপ্টেম্বর ২০২৫) বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রসমুহে সংরক্ষিত, আউশ, আমন, বোরোধান ও গমবীজ ২০২৫-২৬ বীজ পরিবহণবর্ষে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চল/ট্রানজিট গুদাম সমুহে প্রেরণের জন্য পরিবহণ ঠিকাদান নিয়োগ সংক্রান্ত দরপত্র আহ্বান করা হয়।

আর সেই বিজ্ঞপ্তির সারা দিয়ে মোসার্স মাহবুব এন্টারপ্রাইজ, মেসার্স আরআরবি ট্রেডার্স, মেসার্স হাসান ট্রেডার্স, মোঃ আব্দুল কুদ্দুস সহ চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুযায়ী সর্বনিম্ন দরদাতাকে কাজের দায়িত্ব প্রদান করবে কর্তৃপক্ষ। তবে এ দরপত্রে অংশ সর্বনিম্ন দরদাতা মোসার্স মাহবুব এন্টারপ্রাইজ ৯৫ লাখ ২৮ হাজার ৫শ টাকা ও নিকটতম দরপত্রে অংশ দরদাতা মেসার্স আরআরবি ট্রেডার্স ১ কোটি ২৩ লাখ ১৭ হাজার ১৫০ টাকায় আহ্বান করে। বাকি দুটি প্রতিষ্ঠান তাদের চেয়ে অনেক বেশি দরে আহ্বান করে।

মূলত বিধিমালা অনুযায়ী সর্বনিম্ন দরদাতাকে মূল্যায়ন করার কথা থাকলেও পূর্বে মোসার্স মাহবুব এন্টারপ্রাইজ বিএডিসিতে কাজ পেলেও সঠিক সময় কাজ বুঝিয়ে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ওই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করতে অস্বীকৃতি প্রদান করে দরপত্র আহ্বান কমিটি। নিয়ম অনুযায়ী নিকটতম মেসার্স আরআরবি ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার কথা থাকলেও ক্ষমতার দাপটে উপপরিচালক ফারুক হোসেনের নির্দেশে টেন্ডারটি বাতিল করা হয়।

পরবর্তিতে (১৮ সেপ্টেম্বর) পুর্ন দরপত্র আহ্বান করা হয়। এ আহ্বানে পূর্বের চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াও নতুন একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মোঃ আমিন উদ্দীন সরকার ১ কোটি ৪ লাখ ১০ হাজার টাকায় দরপত্রে অংশ নেয়। যা সর্বনিম্ন দরদাতার চেয়ে প্রায় ৯ লাখ টাকা বেশি। তবে পূর্বের কাজে নিয়ম ভঙ্গ করায় সর্বনিম্ন দরদাতাকে বাতিল করে মোঃ আমিন উদ্দীন সরকারকে মূল্যায়ন করে বিএডিসির উর্ধতদের কাছে সুপারিশপত্র প্রেরণ করে দরপত্র আহবানকৃত কর্তৃপক্ষ।

মেসার্স হাসান ট্রেডার্স, মোঃ আব্দুল কুদ্দুসসহ অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা অভিযোগ করে বলেন, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অমান্য করে উপপরিচালক ফারুক হোসেন ক্ষমতার দাপট ও অর্থের লোভে পুনর্ঃ দরপত্র আহ্বান করেন। কৌশলে তিনি মোঃ আমিন উদ্দীন সরকার নামে ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে জোর তদবির করেছেন। যা রিতিমত অন্যায়। দেশের ১২ জেলায় টেন্ডার হলে কথাও অনিয়ম হয়নি। শুধু ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রম। যা করা হচ্ছে সব ক্ষমতার দাপটে।

তারা আরো বলেন, উপপরিচালক ফারুক হোসেন বেশ কয়েক বছর ধরে একই জেলা সদরের কলেজপাড়া বিএডিসি কন্ট্রাক গ্রোঃ এর উপপরিচালক,পরবতির্তে বীজ প্রক্রিয়াজাতকরণ কার্যালয়ের উপপরিচালক ও বিএডিসির (টিসি) এর উপপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। সেকারণে এ অঞ্চলের ঠিকাদারদের সাথে তার সক্ষমতা গড়ে উঠে। এতেই দুর্নীতি করলে সুবিধা বাঁকিয়ে নিচ্ছেন তিনি। যার প্রমাণ হিসেবে দরপত্র আহ্বানের পর পরিষ্কার হয়। অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ প্রদানসহ উপপরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উর্ধতনদের অনুরোধ করেছেন।

এ বিষয়ে সুপারিশকৃত ঠিকাদার মোঃ আমিন উদ্দীন সরকারের কাছে দরপত্র আহ্বানের বিষয়ে জানতে চাইলে তিনি কত টাকায় দরপত্র আহ্বান করেছেন তার সঠিক তথ্য দিতে পারেননি। এর আগে এই ঠিকাদারি প্রতিষ্ঠান দিনাজপুর বিএডিসিতে কাজ পেলেও সঠিকভাবে সম্পাদন করতে পারেনি বলেও অকপটে স্বীকার করেন। তবে নিজে কাজ না করে অন্যের কাছে বিক্রি করবেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন অনেকেই ফোন করছে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন।

আর সব অভিযোগের বিষয়ে বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপপরিচালক মোঃ ফারুক হোসেন জানান, আমি নিয়ম মেনেই সুপারিশ করেছি। আমি বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপি’র সভাপতি ফায়সালা আমিনের জন্যই উপপরিচালক হয়ে এখন পর্যন্ত এ জেলায় দায়িত্ব পালন করছি। তবে এর বাইরে তিরি আর কোন মন্তব্য করতে রাজি হয়নি।

এ বিষয়ে বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোঃ মোশাব্বের হোসেন জানান, দরপত্র আহ্বান করা হয়েছে বিষয়টি অবগত। তবে কোন অনিয়ম হলে তা খতিয়ে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...