Logo Logo

দীর্ঘদিনের ঘাটতি পূরণ, অবশেষে বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিল ১৭ নার্স


Splash Image

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় ৩০ সেপ্টেম্বর ১৭ জন নতুন সিনিয়র স্টাফ নার্স যোগদান করেছেন। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সুপারিশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে এই নার্সরা দায়িত্ব গ্রহন করেন।


বিজ্ঞাপন


আজ রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত নতুন যোগদানকৃত নার্সদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

এসময় প্রধান সহকারি ও হিসাব রক্ষক সুইচিং মার্মা, স্বাস্থ্য পরিদর্শক উষাথোয়াই মার্মা, স্যানিটারী ইন্সপেক্টর মোস্তফা সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য স্টাফরাও উপস্থিত ছিলেন।

অফিস সূত্রে জানা গেছে, বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৮ জন সিনিয়র স্টাফ নার্স পদায়ন করা হলেও একজন এখনও যোগদান করেননি।

ডাঃ সুরজিত দত্ত নতুন নার্সদের স্বাগত জানিয়ে বলেন, “নতুন সদস্যরা সর্বদা মানবসেবায় নিয়োজিত থেকে রোগীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।”

তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদিও ১৭ জন নার্স যোগদানের ফলে হাসপাতালের কাজের গতি কিছুটা বৃদ্ধি পাবে, তবুও বিশেষজ্ঞ ডাক্তার, মিডওয়াইফারি, মেডিকেল টেকনিশিয়ানসহ প্রয়োজনীয় অন্যান্য পদে স্টাফ না থাকার কারণে রোগীরা এখনো পূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এখানে কোন স্পেশালিস্ট বা কনসালটেন্ট ডাক্তার নিযুক্ত করতে পারিনি এবং দুইজন মেডিকেল অফিসারের মাধ্যমে হাসপাতাল পরিচালনা করতে হচ্ছে। একটি হাসপাতাল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হার্ট, গাইনী ও অর্থোপেডিক বিশেষজ্ঞের উপস্থিতি জরুরি। এছাড়া প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতিও রয়েছে। এই সমস্যা সমাধান হলে রোগীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...