Logo Logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২


Splash Image

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে, আর শনাক্ত রোগীর সংখ্যা ৪৯ হাজার ৯০৭ জনে পৌঁছেছে।


বিজ্ঞাপন


রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, যেখানে ৭ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন।

নতুন হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ২০১ জন ভর্তি হয়েছেন। অন্য বিভাগের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা নিম্নরূপ: ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৯৮ জন, বরিশাল বিভাগ ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১২১ জন, চট্টগ্রাম বিভাগ ১০৪ জন, রাজশাহী বিভাগ ৮২ জন, খুলনা বিভাগ ৭২ জন, ময়মনসিংহ বিভাগ ৪১ জন, রংপুর বিভাগ ২৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন।

এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১০২ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। অন্যান্য বিভাগের মৃত্যু সংখ্যা হলো: বরিশাল ৩২ জন, ঢাকা উত্তর ২৮ জন, চট্টগ্রাম ২৫ জন, রাজশাহী ১০ জন, ময়মনসিংহ ৭ জন, খুলনা ৫ জন এবং ঢাকা ৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করেছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনও কমেনি এবং জনগণকে মশার পোকার ঝুঁকি কমাতে সচেতন থাকতে হবে। তারা স্থানীয় প্রশাসনকে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে, স্ট্যান্ডিং ওয়াটার সরাতে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে বলেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...