বিজ্ঞাপন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা তাদের ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য এ কর্মসূচি পালন করছেন।
কর্মসূচির অংশ হিসেবে তারা ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সকল জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। একইসাথে ঘোষণা দিয়েছেন, ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ কর্মবিরতি দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য চলবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।
এদিকে তাদের এ কর্মবিরতির কারণে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে শঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য সহকারীরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন। এতে ইপিআইয়ের সব ধরনের টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে শিশুরা নির্ধারিত সময়ে টিকা নিতে পারছে না। তবে জরুরি সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত বলেন, “অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। আশা করি, ১২ অক্টোবর টিসিভি টিকাদান ক্যাম্পেইনের আগে এ সমস্যার সমাধান হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...