Logo Logo

কেরনছড়ি দশবল বৌদ্ধ বিহারে ৩১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত


Splash Image

রাঙামাটির বিলাইছড়ি উপজেলাধীন কেরনছড়ি দশবল বৌদ্ধ বিহারে শুক্রবার (১০ অক্টোবর) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৩১তম কঠিন চীবর দান উৎসব। দিনব্যাপী এ উৎসবে স্থানীয় ভিক্ষুসংঘ, বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বিভিন্ন বিহারের প্রতিনিধি ছাড়াও বিপুল সংখ্যক ভক্ত-শ্রদ্ধালু অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


দিনের প্রথম পর্বে বুদ্ধ পূজা, সংঘদান ও অষ্টপরিস্কার দানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত দেবতিষ্য থের। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত কমলতিষ্য ভিক্ষু, বাঙ্গালকাটা বহুমুখী বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত তেজবর্ণ ভিক্ষু, বরকলক শান্তিধাম বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত শাসনজ্যোতি ভিক্ষু এবং ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত শাক্যপ্রিয় ভিক্ষু প্রমুখ।

বিকেলে দ্বিতীয় পর্বে মূল অনুষ্ঠান কঠিন চীবর দান সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি শাখার সভাপতি ভদন্ত আর্য্যলঙ্কার মহাথের। প্রধান ধর্মালোচক হিসেবে ধর্ম দেশনা প্রদান করেন কেরনছড়ি দশবল বৌদ্ধ বিহার ও কর্ণফুলী নালন্দা বিহার এর অধ্যক্ষ ভদন্ত বিপুল জ্যোতি থের।

এ সময় আরও ধর্মীয় দেশনা প্রদান করেন এদুজ্যাছড়ি আর্য্যমৈত্রী বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত অভয়তিষ্য ভিক্ষু এবং বগাখালী ধর্ম দর্শন বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত অগ্রবংশ ভিক্ষু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কঠিন চীবর দান উদযাপন কমিটির আহ্বায়ক দয়া রঞ্জন চাকমা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং হেডম্যান শান্তি বিজয় চাকমা।

পরে সন্ধ্যায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ফানুস বাতি উত্তোলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই ধর্মীয় উৎসবের পরিসমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...