Logo Logo

চাপের কাছে নতি স্বীকার নয়, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকার নির্দেশ সিইসির


Splash Image

ছবি : সংগৃহীত।

আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) উদ্দেশ্যে বলেছেন, কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী নিজ নিজ সিদ্ধান্তে অটল থাকতে হবে।


বিজ্ঞাপন


বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এই নির্দেশনা দেন।

সিইসি বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল, সেই জাতি তত সভ্য। আমাদেরকে এই কালচারটা কাল্টিভেট করতে হবে। আমরা ‘রুল অব ল’ চাই, ‘নট রুল বাই ল’। শাসনের জন্য বানানো আইন চাই না। নির্বাচনকালীন যেকোনো দায়িত্বই হোক, তা ন্যায়ানুগভাবে, আইনসম্মতভাবে, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।”

উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্বাচনের সময় সমন্বয়ের গুরুত্বের দিকেও দৃষ্টি আকর্ষণ করেন সিইসি। তিনি বলেন, “নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস। আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে নিয়োজিত, তাই আইন শৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে হবে। এই সার্বিক সমন্বয়টা খুব সিরিয়াসলি নিতে হবে।”

চাপমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সিইসি বলেন, “আপনারাও কোনো প্রেশারের কাছে নতি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। আইন অনুযায়ী নিজের সিদ্ধান্তে অটল থাকবেন। নির্বাচন কমিশনও কারো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না এবং কর্মকর্তাদের কোনো অন্যায় আদেশ দেবে না। প্রচলিত আইন অনুযায়ীই নির্দেশনা যাবে।”

এ সময় যেকোনো সংকট বা ক্রাইসিসের প্রাথমিক পর্যায়েই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সিইসি। তিনি বলেন, “যেকোনো ক্রাইসিস হলে শুরুতেই তা মোকাবিলা করতে হবে। ঘটনার পর নয়, বরং যথাসময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।”

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সিইসি আরও বলেন, “ট্রেনিংটা একদম ক্যারিয়ারব্যাপী চলে। শেখার কোনো শেষ নেই। এই প্রশিক্ষণকে গুরুত্ব সহকারে নিয়ে এখান থেকে অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।”

তিনি আরও জানান, আরপিও (Representation of the People Order) সংশোধনের পর ম্যানুয়াল আপডেট হলে প্রয়োজনীয় সংযোজন করা হবে। এছাড়াও, প্রশিক্ষণে কোনো গ্যাপ থাকলে বা কোনো টপিক বাদ পড়লে অনলাইনে সংযুক্ত থেকে তা পূরণ করা হবে বলেও আশ্বাস দেন সিইসি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...