Logo Logo

বিলাইছড়িতে নগদ অর্থ সহায়তা পেল ১৭৯ পরিবার


Splash Image

শনিবার (২৫ অক্টোবর), রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে হিল ফ্লাওয়ার কর্তৃক বাস্তবায়নাধীন “অংশিদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা” (PRLC) প্রকল্পের আওতায় ১৭৯টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় ও হিল ফ্লাওয়ার কর্তৃক বাস্তবায়নাধীন এই প্রকল্পের অধীনে ফারুয়া ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এই নগদ অর্থ সহায়তা বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আলোপ্রিয় চাকমা, হিলফ্লাওয়ার এনজিও'র প্রকল্প সমন্বয়ক জ্যোতি বিকাশ চাকমা, প্রকল্পের মনিটরিং অফিসার মিলন চাকমা, টেকনিক্যাল অফিসার পোলেন্ড চাকমা, ওয়ার্ড মেম্বার সিদ্ধার্থ চাকমা, কার্বারী নির বাবু তঞ্চঙ্গ্যাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্প সংশ্লিষ্টগণ।

বিতরণ অনুষ্ঠানে বক্তারা উপকারভোগীদের উদ্দেশ্য করে বলেন, এই এলাকার জীবন মান উন্নয়নের লক্ষ্যে এই অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে দরিদ্র পরিবারগুলো কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে। তারা প্রকল্প থেকে প্রাপ্ত অর্থ নির্ধারিত উদ্দেশ্য অনুযায়ী সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফারুয়া ইউনিয়নের ৬টি পাড়ার ১৭৯ জনের হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এর মধ্যে অতিদরিদ্র ৩০ জনকে ১০ হাজার ১০০ টাকা এবং ১৪৯ জন হতদরিদ্রকে ৭ হাজার ২১০ টাকা করে প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গতবছর উপজেলার ৩টি ইউনিয়নের ২০টি পাড়ায় মোবাইল ব্যাংকিং (রকেট) এর মাধ্যমে এবং ৬টি পাড়ায় নগদ অর্থ বিতরণ করা হয়েছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...