Logo Logo

জকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ২২ ডিসেম্বর


Splash Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন।


বিজ্ঞাপন


ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৫ নভেম্বর) বেলা পৌনে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান তফসিল ঘোষণা করেন। এ সময় জকসুর অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ থেকে ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা ১২ নভেম্বর প্রকাশিত হবে। মনোনয়নপত্র বিতরণ ১৩, ১৬ ও ১৭ নভেম্বর হবে। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের সময়, এবং ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হবে। প্রাথমিক প্রার্থী তালিকা ২৩ নভেম্বর প্রকাশিত হবে। পরবর্তী তিন দিন, অর্থাৎ ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

এরপর ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট অনুষ্ঠিত হবে এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা ৯ ডিসেম্বর প্রকাশিত হবে। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালাবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। নির্বাচনের দিনই ভোট গণনা শুরু হবে এবং ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, সকল কার্যক্রম নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন হবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজন করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...