Logo Logo

গণ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের নতুন সভাপতি ড. ওয়াহিদা জামানা লস্কর


Splash Image

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফলিত গণিত বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. ওয়াহিদা জামানা লস্কর তিনি গত ১২ অক্টোবর এ পদে দায়িত্ব গ্রহণ করেন।


বিজ্ঞাপন


গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফলিত গণিত বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. ওয়াহিদা জামানা লস্কর তিনি গত ১২ অক্টোবর এ পদে দায়িত্ব গ্রহণ করেন।

অধ্যাপক ড. ওয়াহিদা জামানা লস্কর এর আগে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাউস্ট) এ বিজ্ঞান ও কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং গণ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার এন্ড সাইন্স বিভাগের প্রতিষ্ঠানকালিন প্রভাষক ছিলেন। বাউস্টে–এ তিনি সিনেট সদস্য, একাডেমিক কাউন্সিল, প্রভোস্ট ও সহ–প্রভোস্ট সহ আরো বেশ কিছু দায়িত্বও পালন করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ড. ওয়াহিদা। পরবর্তীতে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এম.ফিল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

দীর্ঘ প্রায় দুই দশকের শিক্ষকতা জীবনে ড.ওয়াহিদা গণ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার এন্ড সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে বাউস্টে সহকারী অধ্যাপক হিসেবে বিজ্ঞান ও কলা বিভাগে শিক্ষকতা চালিয়ে যান এবং পরবর্তীতে তিনি বিজ্ঞান এবং কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন হন।

এছাড়াও তিনি –বাউস্ট এ Internal Quality Assurance Cell ( IQAC), স্টুডেন্ট ওয়েলফেয়ার, যৌন নিপীড়ন সেলের সভাপতি সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ১৮ গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শিক্ষা ও গবেষণায় ধারাবাহিক সাফল্যের জন্য তিনি একাধিকবার স্বীকৃতি পেয়েছেন।

নতুন দায়িত্ব নিয়ে ড. ওয়াহিদা জামানা লস্কর বলেন, “সময়সূচি–নির্ভর শিক্ষাদান,আধুনিক কৃত্তিম বুদ্ধিমত্তা ল্যাব সুবিধার নিশ্চিতকরণ, ইন্টার্নশিপের সুযোগ তৈরি, এলামনাই গঠন সহ শিক্ষক–শিক্ষার্থীদের জন্য আরও মানসম্মত পরিবেশ তৈরি করাই আমার লক্ষ্য।”

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের বিভাগের আগের বিভাগীয় প্রধান ছিলেন সহকারী অধ্যাপক কনক চন্দ্র রায়। তিনি ৯ মার্চ ২০২৩ সালে এ পদে যোগ দেন এবং তাঁর চুক্তির মেয়াদ ২০২৫ সালের ১২ অক্টোবর শেষ হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...