বিজ্ঞাপন
'এই এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে আলোচনা সভা ও সচেতনতা মূলক প্রচারণার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতাল থেকে গাড়িতে করে ভ্রাম্যমান সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে তিন ঘন্টাব্যাপী প্রচার অভিযান শেষে গাড়িটি ডায়াবেটিক হাসপাতালে ফিরে আসে।
সকাল সাড়ে দশটায় ডায়াবেটিক সমিতি হাসপাতালের হলরুমে ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান।
এতে মূল বক্তব্য উপস্থাপন করেন হাসপাতালের মেডিকেল ডাইরেক্টর ডা. কাজী রবিউল ইসলাম।
ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সেলিনা আক্তার শাম্মীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাকির হোসেন উকিল এবং আল আমিন চৌধুরী ।
বক্তারা বলেন, এ বছর ডায়াবেটিস দিবসে কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন' প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। কর্মস্থলে অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত। কিন্তু তারা এ সম্পর্কে জানেন না । তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...