Logo Logo

ঝালকাঠি নেছারাবাদে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের হেনস্তা


Splash Image

ঝালকাঠির নেছারাবাদে শনিবার সকালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেছেন সেখানকার দায়িত্বরতরা। এতে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ।


বিজ্ঞাপন


ঝালকাঠির নেছারাবাদে শনিবার সকালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেছেন সেখানকার দায়িত্বরতরা। এতে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ। এনিয়ে শনিবার (২২ নভেম্বর) দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গনমাধ্যম কর্মীরা নানা রকম লেখা পোষ্ট করতে থাকে।

ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান মঞ্চে আসার পর তার পাশে বসেছেন নেছারাবাদ কমপ্লেক্সের প্রধান খলিলুর রহমান নেছারাবাদী হুজুর। ডায়েসে বক্তৃতা দিচ্ছিলেন এবি পার্টির আসাদুজ্জামান ফুহাদ।

হঠাৎ খরিলুর রহমান নেছারাবাদী হুজুর তার এক কর্মীকে ইশারায় কিছু একটা বলতেই শুরু হয় মঞ্চের সামনো থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার ঘটনা। পিঠে মুসলিহীন লেখা নীল রঙের কটি পরিহিত এক ব্যক্তি জোড় করে ডিবিসি নিউজের অলোক সাহা, দৈনিক দুরযাত্রা পত্রিকার মো. মনির হোসেন, এটিএন নিউজের মাইনুল হক লিপু, নিউজ টোয়েন্টি ফোরের এসএম রেজাউল করিমকে একে একে বের করে দেয়। তখন মঞ্চে বসে অনুষ্ঠান আয়োজক নেছারাবাদী হুজুর পুরো ঘটনা দেখতেছিলেন।

মঞ্চের সামনে দায়িত্বরত নেছারাবাদের আরেক ব্যক্তি বাশের লাঠি নিয়ে সাংবাদিকদের ধাক্কাচ্ছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে মঞ্চে বসা খলিলুর রহমান নেছারাবাদী হুজুর তার আরেক কর্মীকে ইশারা দেয়ায় ওয়াকি-টকি হাতে নিয়ে সেই ব্যক্তি এশিয়ান টেলিভিশনের নলছিটি প্রতিনিধি ইব্রাহিম শাকিলের দিকে তেরে আসে এবং শাকিলকেও বের হয়ে যেতে বলে। একই সময় ভোরের ডাক পত্রিকার রিপোর্টার উজ্জ্বল রহমানকে মঞ্চের একপাশে দাড়িয়ে ঘটনার প্রতিবাদ করতেও দেখা যায়।

এশিয়ান টিভির ইব্রাহিম শাকিল বের হয়ে যাবার সাথে সাথে মঞ্চের উপরে ওয়াকি-টকি হাতে আসেন আরেক ব্যাক্তি। তিনিও ছিলেন বেশ মারমুখি মেজাজে। যানা গেছে এই ব্যাক্তির নাম শাহনেওয়াজ লাভু। তিনি ঝালকাঠি রেন্ট এ কার চালক সমিতির নেতা।

জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য অতিথিদের দিকে পেছন ফিরে তিনি সাংবাদিকদের ধমকাচ্ছিলেন। এরপর হঠাৎ করেই মাইকে কেউ একজন বলতেছিলো এটি জাতীয় সম্মেলন সাংবাদিকদের কাজে কেউ বাধা সৃষ্টি করবেন না। এই ঘোষনার পর পরই ঝালকাঠি-১ আসনের এমপি প্রার্থী ফয়জুল হক মঞ্চ থেকে ময়দানে নেমে এসে সাংবাদিকদের সান্তনা দেন।

ঘটনার এখানেই শেষ নয়। মানবজমিন পত্রিকার রিপোর্টার মোতালেব হোসেনের উপর চড়াও হয় খললুর রহমান হুজুরের আরেক কর্মী। একই সাথে বের করে দেয় সময় টিভির ক্যামেরা পারসন শামীমকেও

ঘটনার সময় মঞ্চে ছিলেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, সাবেক এমপি বিএনপি নেতা আবুল হোসেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির ফুয়াদ, চরমোনাইর পীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নেছারাবাদের বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের শেষ দিন বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন এর উদ্দোগে জাতীয় প্রতিনিধি সম্মেলন চলছিলো এসময়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...