বিজ্ঞাপন
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)তে বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্স এন্ড হায়ার এডুকেশন সোসাইটি (বারহেস) এর উদ্যোগে রিসার্স কর্মশালা “Complete Research Process: From Basic to Expertise 2.0”এর শুভ উদ্বোধন হয়েছে। গতকাল (শুক্রবার) বেলা ১০ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড. তৌফিক আলম এর শুভ উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড.রাহাত হোসেন ফয়সাল এবং সংগঠনটির সভাপতি নুসরাত জাহান সহ সংগঠনটির বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ।
প্রথমদিনের কর্মশালায় ইন্সট্রাক্টর হিসেবে ছিলেন ববি প্রক্টর ও ইঞ্জিয়ারিং অনুষদের ডিন ড.রাহাত হোসেন ফয়সাল। তিনি প্রথম ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের রিসার্সের ব্যাসিক বিষয়গুলো শেখান এবং রিসার্স পেপার সম্পর্কে শিক্ষা প্রদান করেন।
উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে ববি ভিসি বলেন,আজকের বিশ্বে রিসার্স গুরুত্বপূর্ণ বিষয় তবে এটাকে তোমাদের সহজ ভাবে নিতে হবে। যদি ভাবো রিসার্স কঠিন তাহলে তোমার পক্ষে রিসার্স করা সম্ভব না।রিসার্স একটি ধৈর্যের বিষয়, ঠান্ডা মাথায় করতে হয়।
সংগঠনটির গবেষণা বিষায়ক সম্পাদক মোঃসৈকত হোসেন বলেন,আজকের ক্লাসের মাধ্যমে আমাদের বহুল প্রতীক্ষিত “আজকের পৃথিবীতে যে গবেষণায় দক্ষ, সেই ভবিষ্যৎ তৈরি করতে পারে। আর সেই লক্ষ্য নিয়েই আমরা শুরু করেছি এই পূর্ণাঙ্গ গবেষণা কোর্স—যেখানে একজন শিক্ষার্থী শিখবে কীভাবে আইডিয়া থেকে শুরু করে একটি সম্পূর্ণ গবেষণা প্রকল্প সফলভাবে সম্পন্ন করা যায়।"
সংগঠনটির সভাপতি নুসরাত জাহান বলেন, আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো “Complete Research Process: From Basic to Expertise 2.0” কোর্সের প্রথম ক্লাস ও উদ্বোধনী দিন। গবেষণার ভিত্তি থেকে উন্নত স্তর পর্যন্ত একটি মানসম্মত গবেষণা পেপার প্রকাশের জন্য যেসব দক্ষতা প্রয়োজন, তা শিক্ষার্থীদেরকে অভিজ্ঞ গবেষকদের মাধ্যমে শেখানোই আমাদের মূল লক্ষ্য।বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষণামুখী ও দক্ষ শিক্ষকরা এই কোর্সে যুক্ত আছেন।এটি আমাদের জন্য বড় শক্তি। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, আগ্রহ ও অংশগ্রহণ আমাদেরকে আরও অনুপ্রাণিত করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...