চাকরিচ্যুত ইবি শিক্ষক ড. বিকাশ চন্দ্র সিংহ।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য প্রকাশিত হয়।
আদেশে জানানো হয়েছে, ড. বিকাশকে ১০ জুন ২০২৩ থেকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ড. বিকাশ চন্দ্র যুক্তরাষ্ট্রের ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটিতে পোস্টডক্টোরাল গবেষণার কাজ শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরে আসেননি। তিনি বারবার শিক্ষাছুটির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন। তবে তার আবেদন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাছুটি স্ট্যান্ডিং কমিটির ১৮৮তম ও ১৯৬তম সভায় বিবেচনা না করে তাকে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। এর পরও তিনি কর্মস্থলে যোগদান না করে অনুপস্থিত থাকেন।
পরে এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত বলে জানায়। এরপর ৩০ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভা সিদ্ধান্ত গ্রহণ করে, বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ধারা ৪(১)(ঢ) অনুযায়ী ড. বিকাশ চন্দ্রকে চাকরি থেকে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
চাকরিচ্যুত অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি দেশের বাইরে থাকায় তা সম্ভব হয়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...