Logo Logo

গবি সংলগ্ন ছাত্রী হোস্টেলে চুরির চেষ্টা, শিক্ষার্থীদের হাতে যুবক আটক


Splash Image

সাভারের গণ বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেইনবো ছাত্রী হোস্টেলে ঢুকে চুরি এবং এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে মাসুদ রানা নামে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে হোস্টেলের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। আশপাশের হোস্টেল থেকে দৌড়ে এসে শিক্ষার্থীরা যুবককে ধরে ফেলেন এবং পুলিশে তুলে দেন।

হোস্টেল সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিচতলার কেয়ারটেকার ও অন্যান্য দায়িত্বশীলরা পাশের হোস্টেলের সামনে অবস্থান করছিলেন। এই সুযোগে যুবকটি হোস্টেলে প্রবেশ করেন। বের হওয়ার সময় সন্দেহ হলে কেয়ারটেকার তাকে আটকানোর চেষ্টা করেন। এরপর শিক্ষার্থীরা তাকে ধরে ফেলেন।

ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন ফার্মেসি বিভাগের মেহেরুন্নেসা মিম (৪১ ব্যাচ) ও সাজিয়া সুলতানা কবিতা (৪৪ ব্যাচ)। সাজিয়া সুলতানা কবিতা জানান, বিকেল তিনটার দিকে রুমে ফিরে দরজায় তালা না দেখে তারা ধারণা করেছিলেন রুমমেট এসেছে। নক করেও দরজা না খুললে দরজার ফাঁক দিয়ে দেখতে পান রুম অগোছালো অবস্থায় আছে এবং ভেতরে একজন নড়াচড়া করছে। পরে দরজা খুলতেই যুবকটি বোটি হাতে তাদের ওপর ধাওয়া করে। শিক্ষার্থীরা বাধা দিলে তিনি ধাক্কা দিয়ে রুম থেকে বের হওয়ার চেষ্টা করেন। এরপর বারান্দা দিয়ে নিচে নেমে কেয়ারটেকারকে ডাকলে সবাই মিলে তাকে আটক করা হয়।

আটক যুবক মাসুদ রানা ঢাকার নবাবগঞ্জের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে সাভারের ডেন্ডাবর এলাকায় ভাড়া থাকেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, চুরির উদ্দেশ্যে হোস্টেলে প্রবেশ করেছিলেন এবং ইয়াবা সেবনের জন্য অর্থ জোগাড় করতে চেয়েছিলেন। তার পকেট থেকে ঘুমের ওষুধও উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে কিছু টাকা উদ্ধার হলেও মেহেরুন্নেসা মিমের আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে মাত্র দেড় হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া রুমে আসবাবপত্র অগোছালো, আলমারির তালা ভাঙা এবং তৃতীয় তলায় ধাক্কা দেওয়ার কাজে ব্যবহৃত একটি ধারালো বোটি উদ্ধার করা হয়।

হোস্টেলের মালিক শাহরিয়ার সোহেল জানান, ঘটনার পরপরই তিনি পুলিশকে খবর দেন। পরে আশুলিয়ার স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ি থেকে এএসআই আসিন ও এএসআই আসাদ এসে যুবকটিকে থানায় নিয়ে যান।

নবীনগর ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান বলেন, “চুরির অভিযোগে মাসুদ রানাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...