Logo Logo

গোবিপ্রবিতে প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের স্মৃতিতে স্মরণ সভা


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রয়াত প্রশাসনিক কর্মকতা চন্দ্রা ভক্ত, স্টোর এটেনডেন্ট শাকিল খান জনি, মালী অছিকুর রহমান শিকদার, সিনিয়র ক্লিনার রতন জমাদার ও মাস্টাররোল ড্রাইভার মিজানুর রহমানের স্মরণে শোক র্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোক র্যালি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস এম এস্কান্দার আলীর সভাপতিত্বে ক্যাম্পাসের টেনিস কোর্ট প্রাঙ্গণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা এমন যে, এখানে মৃত্যু বিষয়ে কোনো কিছু পড়ানো হয় না। অথচ এটি চিরন্তন সত্য। সেদিকটা মাথায় রেখে আমাদের সকলকে সততার সঙ্গে কাজ করতে হবে। সবাইকে সময় মতো অফিসে আসতে হবে। নিজেদের বিভেদ ভুলে একত্রিত থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।

সভায় আরো বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক মো. নাছিরুল ইসলাম, ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি শেখ মশিকুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী মনিরুল হাসান, কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম।

এর আগে প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরা অনুভূতি প্রকাশ করেন।#

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...