Logo Logo

কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


Splash Image

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের চলমান প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার।


বিজ্ঞাপন


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং কাপ্তাই যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন।

এছাড়া সরকারি কর্মকর্তা, কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রথাগত নেতৃবৃন্দ, এনজিও কর্মী এবং প্রকল্পের উপকারভোগীরা অংশ নেন। সভার সঞ্চালনা করেন ফ্যাসিলিটেটর উ সং বাই মারমা।

উদ্বোধনী বক্তব্যে হিল ফ্লাওয়ারের সহকারী প্রোগাম ম্যানেজার জেনিফার অজন্তা তনচংগ্যা উপস্থিতদের শুভেচ্ছা জানান।

এরপর প্রধান অতিথি মোহাম্মদ রুহুল আমীন বলেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম দীর্ঘদিন ধরে এই অঞ্চলে স্বাস্থ্য সেবা প্রদান করছে।

তিনি আরো বলেন, “তৃণমূল পর্যায়ে সরকারি হাসপাতালের পাশাপাশি এই প্রোগ্রামের মাধ্যমে জনগণ স্বাস্থ্যসেবা পাচ্ছেন। প্রকল্প বাস্তবায়নের সময় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয় রাখা জরুরি। আশা করছি, এই প্রকল্পের মাধ্যমে আরও বেশি মানুষ স্বাস্থ্যসেবা সুবিধা পাবে।”

সভা শুরুতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা ভিডিও চিত্রের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন।

তিনি বলেন, “রাঙামাটির পার্বত্য জেলা কাপ্তাই উপজেলায় অবস্থিত খ্রীস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা ১৯০৭ সালে প্রতিষ্ঠিত। শত বছরেরও বেশি সময় ধরে এটি পার্বত্য অঞ্চলের মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে। কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আওতায় মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা, গর্ভবর্তী ও প্রসূতি মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা, জেন্ডার সচেতনতা, বাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন সচেতনতা ও সরকারি টিকাদান কার্যক্রমে সহায়তা প্রদান করা হয়। চলতি বছরের জুলাই মাস থেকে নতুন প্রকল্প কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী তিন বছর এই কার্যক্রম চলবে। খ্রীস্টিয়ান হাসপাতালকে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার অংশীদার হিসেবে কাজ করবে। প্রকল্পটি কাপ্তাই উপজেলার পাশাপাশি রাঙ্গুনীয়া ইউনিয়ন, বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়ন ও রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নসহ মোট ৮টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করবে।”

সভা শেষে অংশগ্রহণকারীরা প্রকল্প সম্পর্কে আরও জানতে এবং তাদের স্থানীয় অভিজ্ঞতা ও সমস্যার কথা শেয়ার করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...