বিজ্ঞাপন
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং ভুল তথ্য উপস্থাপন করে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ নভেম্বর ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলটির কয়েকজন প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ‘উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বক্তব্য দিয়েছেন। যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ এবং জকসু নির্বাচনী আচরণবিধি ২০২৫–এর সুস্পষ্ট লঙ্ঘন।
এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়ে নোটিশে আরও বলা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...