Logo Logo

সরাইলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোবারক হোসাইনের সমর্থনে গণমিছিল ও সমাবেশ


Splash Image

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রার্থী মাওলানা মোবারক হোসাইনের সমর্থনে সরাইলে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে রূপ নেয়।

মিছিলে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীয়ের আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মোবারক হোসাইন। এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আমিনুল ইসলাম, জেলা অফিস সম্পাদক এডঃ মনিরুজ্জামান, জেলা সমাজ কল্যাণ সম্পাদক আবুল বাশার, সরাইল উপজেলা আমির এনাম খান, আশুগঞ্জ উপজেলা আমির শাহজাহান ভূইয়া, সরাইল উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ, সরাইল ও আশুগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থীগণ মাওলানা কুতুব উদ্দিন ও জাবেদ মুন্সি।

উক্ত গণমিছিল ও সমাবেশে সরাইল উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক, জামায়াত নেতা বরকত উল্লাহ মিন্টুসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ স্থানীয় জনগণকে উদ্দেশ্য করে মাওলানা মোবারক হোসাইনের প্রতি সমর্থন এবং ভোট কেন্দ্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...