Logo Logo

নতুন কমিটি গঠনের লক্ষ্যে বিলাইছড়ি বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভা


Splash Image

বিলাইছড়ি উপজেলায় ব্যবসায়ীদের স্বার্থে বিলাইছড়ি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে রোববার (৭ ডিসেম্বর) সকালে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক ও বাজার চৌধুরী ভারতী রানী দেওয়ান। এ সময় আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়া, রতন চক্রবর্তী, সিরাজুল ইসলাম, মো. শকির উদ্দিন এবং সুনীল চাকমা।

সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার ওমর ফারুক, ব্যবসায়ী প্রদীপ দাশ, মো. নাসির, শান্তি রায় চাকমা, প্রিয়া নন্দ বড়ুয়া, বকুল বড়ুয়া, মো. রেজাউল করিম রনি, মো. ইসহাক, মো. জাকির হোসেন, রঞ্জিত দাশ, মানিক কান্তি দে, শান্ত শীল চাকমা, তপন বড়ুয়া, তপন দে, দীপক দাশ, চন্দন ঘোষ, সুমন চৌধুরী, মো. কবির হোসেন, সুমন বড়ুয়া, মো. শাহ আলম, মো. সাইফুল ইসলাম, মো. হান্নান, উত্তম চক্রবর্তী, রিপন বড়ুয়া, উজ্জ্বল দাশ ও ভবেশ প্রমুখ।

সভায় জানানো হয়, সমিতিটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ সময় কমিটি নবগঠিত হয়নি। তাই চলতি বছরের ২৩ সেপ্টেম্বর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটির মাধ্যমে বাজারে ক্রেতাদের সেবা উন্নত করা এবং শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরে ১২ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সমিতি সূত্রে জানা যায়, সমিতিটি নিবন্ধনকৃত এবং এতে বর্তমানে ৭৪ জন সদস্য রয়েছেন। চলতি মাসের ১১ তারিখে মনোনয়ন সংগ্রহ করা হবে এবং ১৮ তারিখে চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...