Logo Logo

সরাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অরুয়াইল মোহনলাল জিউর মন্দিরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৭ ডিসেম্বর) রাত ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু গোপাল চন্দ্র গোপ মাস্টার। পরিচালনা করেন বাবু শ্রীমন্ত চক্রবর্তী।

প্রার্থনা সভায় হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ দাঁড়িয়ে হাতজোড় করে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মন্ত্র পাঠ করেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা জানান।

বক্তারা বলেন, “খালেদা জিয়ার মতো আপোষহীন নেত্রীকে হারিয়ে গেলে দেশের অপূরণীয় ক্ষতি হবে। তাই আমরা প্রার্থনা করি, ভগবান শ্রীকৃষ্ণ যেন তাকে সুস্থ করে মানবসেবার জন্য আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম, সাবেক সভাপতি হাজী মো. আক্কাস মিয়া এবং জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক মো. ইয়াকুব।

এসময় মন্দির প্রাঙ্গণে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিতদের মধ্যে ছিলেন অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বেনী মাধব রায়, বড় নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কবি কানুধন শীল, অরুয়াইল বাজার বনিক সমিতির সাবেক সভাপতি বাবু ক্ষীরোদ মেম্বার, অর্জুন সূত্রধর, ডা. বিশ্বনাথ আচার্য্য, ডা. সন্তোষ ঘোষসহ আরও অনেকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...