Logo Logo

গবি শিক্ষার্থীকে মারধর, বিচার দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন


Splash Image

গণ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. নাসিম খানকে মারধরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিচার দাবি করেছেন বিভাগের শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে রসায়ন বিভাগের একাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসের ভেতরে প্রকাশ্যে একজন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতাকে তুলে ধরে। তারা ঘটনার সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রসায়ন বিভাগের শিক্ষার্থী সামিউল আলম বলেন, “প্রশাসনিক ভবনের সামনে নাসিম ভাইকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। এরপরও যদি বলা হয় ক্যাম্পাস নিরাপদ—তা হাস্যকর। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং ন্যায়বিচার চাই।”

আরেক শিক্ষার্থী মেঘলা আক্তার বলেন, “র‍্যাগিং ও ধর্ষণবিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারণেই নাসিমকে হামলার শিকার হতে হয়েছে। ৭ ডিসেম্বর ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির সময় পরিকল্পিতভাবে কিছু শিক্ষার্থী উত্তেজনা তৈরি করে তার ওপর হামলা চালায়। এটি মানবাধিকার ও ক্যাম্পাস নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে শক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি আমরা।”

এদিকে, নাসিমকে মারধরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সাবেক শিক্ষার্থী নেটওয়ার্ক। আলাদা বিবৃতিতে সংগঠন দুটি ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...