Logo Logo

বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা’র সেবা সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা


Splash Image

“পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত সভায় সেবা বিস্তার ও সচেতনতা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এডভোকেসি সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রনি সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক শান্ত বাবু তঞ্চঙ্গ্যা। এছাড়া স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও সভায় অংশ নেন।

বক্তারা বলেন, মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণে মাঠপর্যায়ের কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেবার ব্রত নিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।

সভায় জানানো হয়, ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হবে। এ সময় পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, নিরাপদ প্রসব এবং জনস্বাস্থ্যসেবা নিয়ে বিশেষ কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...