Logo Logo

অবশেষে জজ হিসেবে নিয়োগ পেলেন ববির বহুল আলোচিত সুব্রত পোদ্দার


Splash Image

বহুদিনের অপেক্ষা ও নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সহকারী জজ হিসেবে নিয়োগ পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর ২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুব্রত পোদ্দার।


বিজ্ঞাপন


সোমবার (৮ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সুব্রত পোদ্দারসহ মোট ১৩ জনকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সুব্রত পোদ্দারকে ভোলা জেলার সিভিল জজ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এর আগে ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (বিজেএস) সুব্রত পোদ্দার চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও গত ২৮ নভেম্বর প্রকাশিত গেজেটে তার নাম অন্তর্ভুক্ত ছিল না। ওই গেজেট প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়। সুব্রত পোদ্দারকে বাদ দেওয়ার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও আন্দোলনও করেন।

সবশেষে নতুন প্রজ্ঞাপন প্রকাশের মধ্য দিয়ে নিয়োগসংক্রান্ত জটিলতা কাটিয়ে সুব্রত পোদ্দারের নিয়োগ নিশ্চিত হলো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...