Logo Logo

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিলাইছড়িতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি


Splash Image

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে “সকল নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্য গড়ি” প্রতিপাদ্য নিয়ে বিলাইছড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ ডিসেম্বর) হিল ফ্লাওয়ারের আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। নারী ওয়ার্ড সদস্য রাণী বালা তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিলাইছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক অসীম চাকমা, পিআরএলসি প্রকল্পের অর্গানাইজার হোমার চাকমা ও শীলা চাকমা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সমাজকে এগিয়ে নিতে নারীর সর্বক্ষেত্রে সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। পরিবারে নারী-পুরুষের বৈষম্য দূর করতে ও সহিংসতা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বাল্যবিবাহ, পুষ্টি ও নারী নির্যাতন-সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরা হয়।

হিল ফ্লাওয়ারের ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলমান কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...