Logo Logo

প্রথম নারী ইউএনও হিসেবে বিলাইছড়িতে যোগদানের পর মতবিনিময় সভা করলেন হাসনাত জাহান খান


Splash Image

রাঙ্গামাটির বিলাইছড়িতে এই প্রথম নারী ইউএনও হিসেবে নতুন যোগদান করেছেন হাসনাত জাহান খান। যোগদান করার পর তিনি উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স কক্ষে জনপ্রতিনিধি, কর্মকর্তা ও সাংবাদিকসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত থানা অফিসার ইনচার্জ মোঃ মাসরুরুল হক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রনি সরকার, উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, ইন্সট্রাক্টর মোহাম্মদ বখতেয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, সোনালী ব্যাংক ম্যানেজার ত্রিপাটি চাকমা, কৃষি ব্যাংক ম্যানেজার আমজাদ হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নিত্য লাল তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগের দিন তিনি যোগদান করলেও আজ আনুষ্ঠানিকভাবে তিনি অফিসের কার্য়্যক্রম শুরু করেছেন।

উল্লেখ্য, তিনি সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ মামুনুল হক এর স্থলাভিষিক্ত হলেন। বিলাইছড়িতে ইউএনও হিসেবে যোগদানের পূর্বে তিনি পরিকল্পনা বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...