বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন ও বিলাইছড়ি থানা উপপরিদর্শক মো. শরীফুল ইসলাম।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধিত্বকারী সাধন তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানে ‘জয়িতা’- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মরিয়ম আক্তার এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী হিসেবে অসপরী চাকমাকে সম্মাননা প্রদান করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যাতে স্থানীয় প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং নারী উন্নয়ন সংশ্লিষ্ট কর্মীরা অংশ নেন।
বক্তারা তাঁদের বক্তব্যে নারীর অধিকার, অগ্রগতি ও সমাজ উন্নয়নে বেগম রোকেয়ার অসামান্য ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, বেগম রোকেয়ার আদর্শ আজও নারী জাগরণের প্রেরণা হয়ে আছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...