বিজ্ঞাপন
গত ১১ সেপ্টেম্বর ১৩ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করার দুই মাস পার হলেও এখনো কার্যক্রম শুরু হয়নি বলে অভিযোগ করেন পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। এছাড়াও আগামী সপ্তাহের মধ্যেই কোর্স কারিকুলাম প্রণয়নের দাবি জানান তারা।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে এক প্রেস ব্রিফিংয়ে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা এসব দাবি ও অভিযোগ তুলে ধরেন ।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কম্বাইন্ড ডিগ্রির কোর্স কারিকুলামের প্রণয়ন না হওয়ায় আমাদের শিক্ষা কার্যক্রম অনিশ্চয়তায় পড়েছে। বর্তমান ব্যাচের শিক্ষার্থীদের দাবি ছিল, দ্রুত সেমিস্টারভিত্তিক কোর্স কারিকুলাম প্রণয়ন করা। কিন্তু সময়মতো কাজ শুরু না হওয়ায় আমাদের অ্যাকাডেমিক জীবন ব্যাহত হচ্ছে ।
তারা এসময় অভিযোগ করে বলেন, কম্বাইন্ড ডিগ্রির কোর্স কারিকুলাম প্রণয়নের জন্য ১৩ সদস্যদের একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। যার কার্যপরিধি ছিল ১ মাস কিন্তু দুঃখজনকভাবে প্রায় দুই মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনো কোর্স কারিকুলাম প্রণয়ন হয় নাই। এ বিষয়ে টেকনিক্যাল কমিটির সভাপতি ও সদস্য সচিব স্যারের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও সুস্পষ্ট কোনো সময়সীমা জানানো হয় নাই, যা চলমান ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা কাজ করছে।
তারা আরও বলেন, পাশাপাশি চলমান ব্যাচসমূহের শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল যাতে সেমিস্টার ভিত্তিক কোর্স কারিকুলাম প্রণয়ন করা হয়। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে প্রাথমিকভাবে আস্বস্ত করা হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয় নাই।
এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও টেকনিক্যাল কমিটির প্রতি বিনীত আহ্বান জানিয়ে বলেন, আর কাল বিলম্ব না করে আগামী সপ্তাহের মধ্যেই কোর্স কারিকুলাম প্রণয়ন এবং চলমান ব্যাচসমূহের জন্য সেমিস্টার ভিত্তিক কোর্স কারিকুলাম পরিমার্জন করে একটি যৌক্তিক সমাধানে উপনীত হবেন বলে আমরা আশা করছি।
উল্লেখ্য, এবছর গত ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আয়োজিত প্রত্যক্ষ ভোটে পশুপালন অনুষদের ৯২ শতাংশ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে এবং মাত্র ৮ শতাংশ শিক্ষার্থী অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রির পক্ষে ভোট দেন। অন্যদিকে ভেটেরিনারি অনুষদের ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে এবং ২০ শতাংশের কম শিক্ষার্থী ডিভিএম ডিগ্রির পক্ষে মত দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...